ব্রিটিশ শাসনামলে আনুমানিক 1943 খ্রিস্টাব্দে প্রথম হিন্দুরা এই গ্রাম শাসন করেছিলেন। 1971 এর পরে মরহুম ফৌজাল করিম সাহেব অধীনে বর্তমান চাতরি গ্রামে 9 টি ওয়ার্ড সঙ্গে চাতরি ইউনিয়ন গঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গ্রামীণ বলেছিলেন। 1950 সালে পাকিস্তানের শাসনামলে গ্রামের প্রেসিডেন্টের পদক ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। 1971 এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তীকালে মরহুম ফৌজাল করিম সাহেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করা। বর্তমানে 09 টি ছোট বড় গ্রাম মিলিয়েই চাতুরি ইউনিয়ন পরিষদ।
পূর্ববর্তী আনোয়ারা থানার অধিকাংশ গ্রামে হিন্দুদের আধিপত্য ছিল। হিন্দু পরিবার মহাজনেরা ছিল আনোয়ারা থানা তথা চাতরি গ্রাম সহ প্রতিটি ইউনিয়নে ধনদী ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই ছিল। কিন্তু এ সময় পায়ে হেটে কাঁদা পথ চাতারী মানুষ চলাচল করত। নৌকাইতে ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন। আর গ্রামে প্রতিটি রাস্তার মরহুম ফৌজলের কারিম সাহেব এর অধীনে আছে। তিনি চাতুরি গ্রামের ইউনিয়ন পরিষদ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি যান। তিনি চাতরি গ্রাম রুপক পরবর্তী চেয়ারম্যান সাহেব গন (এয়াকুব আলী, শামশুদ্দীন চৌহু, সুক্কুর) রাস্তাঘাটে কিছু উন্নয়ন সহ জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করেন। বর্তমান চেয়ারম্যান জনাব ইয়াসীন হিরু সাহেব আমলে সম্পূর্ণ 08 নং চাতরি ইউনিয়ন রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে গ্রামে প্রতিটি উন্নয়ন কাজ দ্রুত সম্পাদন চলছে যা আগের কোন চেয়ারম্যান সাহেবরা করতে পারেনি। তিনি জনগন কে সঙ্গে সঙ্গে সব কাজ অগ্রগতি পজরলোচনা করা হয়েছে। উন্নয়ন কাজ পরিচালনা করা। তাই তিনি জনগণের কাছে খুব প্রিয় চেয়ারম্যান
(তথ্যসূত্র: চাতরি ইউনিয়ন জনগন এর বিবৃতি)
তথ্য সংগ্রহকারী মো। মহিউদ্দিন
পরিচালক, 08 নং চাতরি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস