কালের স্বাক্ষী বহনকারী আনোয়ারা উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম হলো ০৮ নং চাতরী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চাতরী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – চাতরী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৩.২১ বর্গকিমি (৫.১০ বর্গমাইল)
গ) লোকসংখ্যা – ১৯,০২২
জনঘনত্ব ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৩.২%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ ইয়াছিন হিরু
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) পোস্ট কোড৪৩৭৬
ঢ) গ্রাম সমূহের নাম –
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ডিজিটাল সেন্টার উদ্যোক্তা- ২ জন
৪)ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯+১(দফাদার)=১০ জন।
চাতরী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
চাতরী ইউনিয়নে ৩৮টি মসজিদ, ৯টি ঈদগাহ, ২৪টি মন্দির ও ২টি বিহার রয়েছে।
চাতরী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালগাঁও খাল।
চাতরী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল চাতরী চৌমুহনী বাজার।
চেয়ারম্যানগণের তালিকা[৬]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মৌলভী ফজলুল করিম উকিল | |
০২ | আবদুশ শুক্কুর | |
০৩ | আলহাজ্ব এয়াকুব আলী | |
০৪ | শামসুদ্দীন আহমদ চৌধুরী | |
০৫ | মোহাম্মদ ইয়াছিন হিরু |
|
০৬. মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী (বর্তমান)
প্রখ্যাত ব্যক্তিত্ব:-
১/ মরহুম মৌলভী ফজরুল করিম উকিল ।
২/ মরহুম নাজিরু জ্জমান ।
৩/ লায়ন্স শাহ আলম (লায়ন- প্রতিষ্ঠাতা সদস্য) ।
৪/ ইন্জিনীয়ার কামাল - টোটাল গ্যাস লিমিটেট ।
৫/ ডঃ আবদুল অদুদ- (ডিন) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
৭/ জনাব আব্বাস উদ্দিন (ডি.জি.এম -রিফাইনারী চট্রগ্রাম) ।
৮/ জনাব কাদের চৌঃ (স্টার সিমেন্ট ) মালিক
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস