কর্নফুলীর অসংখ্য খাল রয়েছে। এর মধ্যে অন্যতম হল বোয়ালগাঁও খাল । বোয়ালগাঁও খালকে কেন্দ্র করে চাতরী ইউনিয়ন কৃষি সেচ কার্য পরিচালিত হয় । এছাড়া ছোট ছোট খাল আনোয়ারা উপজেলার অন্যতম এই খাল । এই খাল দিয়ে প্রবাবিত পানি অত্র এলাকার কৃষি কাজ সেচ ব্যাবস্থায় গূরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস