Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প সমূহ

২। প্রকল্প সমূহ

এল.জি.এস.পি (২০১১-১২)কর্তৃক গৃহীত প্রকল্পঃ

১। ওয়ালী মিয়া সড়কে ইট বিছানো।

২। কৈনপুরা অগ্রণী  সংঘ রাস্তা সংস্কার ও ইট বিছানো।

৩। কেয়াগঁড় সড়কে সড়কে ইট বিছানো।

৪। ইউসুফ খালের মুখে মাটি দ্বারা বাঁধ নির্মাণ।

৫। চাঁদপুর ডিসি রোড হইতে দীঘির দঃ পাড় দিয়ে পূর্ব দিকে ২ কি.মি রাস্তা নির্মাণ

৬। আদর্শ গ্রাম সড়কে ইট বিছানো।

৭। সিংহরা সরকার বাড়ী সড়কে ইট বিছানো ।

৮। ডুমুরিয়া শাহী দরবার সড়কে ইট বিছানো।

৯। কালা গাজী সড়ক রুদুরা বাংলা বাজার হইতে ফুলতল সড়কে ইট বিছানো।

এল.জি.এস.পি (২০১২-১৩) কর্তৃক প্রস্তাবিত  প্রকল্পঃ

১। আঃ রহিম সড়ক মাটি দ্বারা ভরাট।

২। পাল পাড়া হইতে পূর্ব দিকে নেপাল মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ও ইট বিছানো ।

৩। কোঁগড় পশ্চিম পাড়া দূর্গা বাড়ী সড়কে ইট বিছানো।

৪। চাতরী আমজাদ আলী সড়কে ইট বিছানো ।

৫। কালা গাজি সড়ক মাদাম বাড়ী মসজিদ হইতে কান্দুরিয়া খাল পর্যন্ত রাস্তা নির্মাণ ও ব্রিক সলিন।

৬। আঃ শুক্কুর সড়কে ইট বিছানো।

৭। পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা কালা গাজী সড়কে ইট বিছানো।

৮। ডুমুরিয়া খয়রাতি বাজার সড়কে ইট বিছানো।

৯। রুদুরা শেখ কুতুব সড়কে ইট বিছানো।

ভূমি হস্তান্তর করের আওতায় গৃহীত প্রকল্পঃ

১। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মাণ

২। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাউন্ডারী ওয়ালের অবশিষ্ট কাজ সমাপ্ত করণ ।

৩। ইউনিয়ন পরিষদ মেরামত করণ।

৪। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের টয়লেট মেরামত ও পানি সরবরাহ।

৫। কৈনপুরা নির্মাণাধীন ব্রীজের বিকল্প সেতু ও রাস্তা নির্মাণ।

৬। ইউপি অফিসের আসবাবপত্র সরবরাহ।

৭। ইছামতি নয়া রাস্তা ব্রীজরে এপ্রোজ মেরামত।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি. আর)ঃ

১। মহতর পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় সড়ক সংস্কার।

২। সিংহরা রাম কানাই উচ্চ বিদ্যালয় সড়ক সংস্কার।

৩। চাতরী আন্নর আলী মসজিদ সড়ক সংস্কার।

৪। কেঁয়াগড় হরি মন্দির সড়ক সংস্কার।

৫। পূর্ব ডুমুরিয়া জামে মসজিদ সড়ক সংস্কার।

৬। কৈনপুরা শিব মন্দির সড়ক সংস্কার।

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা)ঃ

১। পূর্ব ডুমুরিয়া পরদেশী বাড়ীর সড়ক মাটি দ্বারা ভরাট ও ড্রেন নির্মাণ।

২। কালা গাজী সড়ক সংস্কার।

৪০ দিনের কর্মসূচী প্রকল্প :

১। চাঁদপুর ডিসি সড়ক সংস্কার (উ: চাতরী ফজল কাদের চৌধুরী রেজিঃ প্রাথামিক বিদ্যালয় হইতে কৈনপুরা বাঁশের সেতু পর্যন্ত)

২। মহতর পাড়া বেড়ীবাধ মাটি দ্বারা ভরাট

৩। ফোরক আহমদের বাড়ীর সড়ক সংস্কার( ফজল কাদের চৌং রেজিঃ প্রাথামিক বিদ্যালয়ের মাট ভরাট)